এতহুঁ বচন শুনি গদ গদ মাধব
চলইতে মন আগুসার।
রাই বিপাক শুনি অতিশয় কাতর
নয়নে গলয়ে জল-ধার।।
সহচরি-করে ধরি শ্যাম।
তুহুঁ মোর প্রেয়সি মরম ভালে জানসি
বিধির অধিক ভেল কাম।।ধ্রু।।
মধুপুর তেজি হাম তুরিতহিঁ যায়ব
ইথে তুহুঁ না বাসবি আন।
ব্রজ-পুর-দুখ শুনি সুখ সব নিরসল
কে জানে কেমন করে প্রাণ।।
পুনহি কহত দুতি ধনি বড় কাতর
শুনহ নাগর-বর কান।
নিমানন্দ দাস চরণ ধরি রোয়ত
তুরিতহি করহ পয়ান।।