এনা ছান্দে কে না বান্ধে চুল।
চূড়ায় মজাল্যে জাতি কুল।।
কেবা নাহি পরে বনমানা।
মালার এতেক কেনে জ্বালা।।
কে না থাকে ত্রিভঙ্গ হইয়া।
প্রাণ কান্দে এ রূপ দেখিয়া।।
কেবা না এতেক জানে কলা।
যাহা নাহি কবে কথাখানি।
চাঁদমুখে সুধা খসে জানি।।
কেবা নাহি ধরে রূপ কালা।
তোমার রূপে ত্রিভুবন আলা।।
তোমা বিনে মনে নাহি লয়।
জ্ঞানদাস কহে ভাল হয়।।