এমন মাধুরী যাহার মনে।
তাহার মরম সেই সে জানে।।
তিনটি দুয়ারে যাহার আশ।
আনন্দ নগরে তাহার বাস।।
প্রেম-সরোবরে দুইটি ধারা।
আস্বাদন করে রসিক যারা।।
দুই ধারা যখন একত্রে থাকে।
তখন রসিক যুগল দেখে।।
প্রেমে ভোর হয়ে করয়ে আন।
নিরবধি রসিক করয়ে পান।।
কহে চণ্ডীদাস ইহার সাক্ষী।
এ রূপ-সাগরে ডুবিয়া থাকি।।