এ কথা কহিবে সই এ কথা কহিবে।
অবলা এতেক তপ করিয়াছে কবে।।
পুরুষ পরশ হৈয়া নন্দের কুমার।
কি ধন লাগিয়া ধরে চরণে আমার।।
কাহারে কহিব সখি মরমের কথা।
নাগর পরায়ে মোর চরণে আলতা।।
আপন চূড়ার বেশ বনায় আমারে।
রমণী হইয়া যেন রহে মোর কোরে।।
কহিতে সরম সই কহিতে সরম।
আমারে আচরে সই পুরুষ ধরম।।
জ্ঞানদাস কহে শুন শুন বিনোদিনি।
জিতে কি পাসরা যায় কানু গুণমণি।।