এ কথা শুনিয়া গদ গদ হৈয়া
পড়ল ধরণী ধরি।
নিদান করিয়া হিয়া ব্যথা দিয়া
যাবে সবে পরিহরি।।
বোলহ বচন সচল সঘন
নিশ্চয় মথুরা যাবে।
গোকুল আকুল করিয়া সকল
সবার পরাণ লবে।।
কহ কহ ভাই সুবল সাঙ্গাতি
বিদায় করহ মোরে।
পড়ল অবনী মূরছা খাইয়া
সব জন হিয়া ঝুরে।।
কাঁদত করুণে সব সখাগণে
শ্রীমুখ বদন চেয়ে।
ধরণী পড়িল বালক সকল
বড়ই বেদনা পেয়ে।।
ধরিয়া শ্যাম নীল বসনে
ধড়ার আঁচল ধরি।
কোথা যাবে ভাই কানাই বলাই
হিয়া বিদরিয়া মরি।।
উঠ উঠ ভাই সব সখাগণ
কাঁদিয়া নাগর রায়।
প্রবোধ বচন করিল তখন
দ্বিজ চণ্ডীদাস গায়।।