এ কথা শুনিয়া নন্দের বিরহ
বাঢ়ল বিষম জ্বালা।
বহে প্রেমজল বসন ভিগঁল
যেমন কালিন্দী-ধারা।।
ক্ষেণেক নিশ্বাস ক্ষেণেক হুতাশ
ক্ষেণেক সম্বিত হয়।
এক দৃষ্টে চাহে অতি বড় মোহে
নয়ান মিলিয়া রয়।।
ঘোষের নয়ানে দোঁহার বয়ানে
তৈছন দেখিয়ে হয়।
* * * * * *
* * * * ।।
এত কি সহয়ে নন্দের পরাণে
বিষম দারুণ আগি।
এ শোকে আর কি তিলেক বাঁচিব
হৃদয়ে রহল জাগি।।
“কেমনে যাইব গোকুল নগরে
কৃষ্ণ বলরাম রাখি।
যশোদা রোহিণী কিসে প্রবোধিব
বড় পরমাদ দেখি।।
কেমনে বাঁচিব গোপী কিসে জীব
যত সখাগণ তারা।”
চণ্ডীদাস বলে– “গোকুল তেজিলে
বুঝহ এমতি ধারা।।”