এ গজগামিনি তো বড়ি সিয়ান।
বলে ছলে বাঁচসি গিরিধর দান।।
চিকুরে চোরায়সি চামর কাঁতি।
দশনে চোরায় মোতিম পাঁতি।।
অধরে তোরায়সি সুরঙ্গ পঙার।
বরনে চোরায়সি কুঙ্কম-ভার।।
কনক কলস ঘন রস ভরি তাহি।
হৃদয়ে চোরাওসি আঁচরে ঝাঁপাই।।
তেঁই অতি মন্থর চরণ সঞ্চার।
কোন তেজব এত বিনহিঁ বিচার।
সুবল তুহুঁ গোরস দান।
রাই করব অব কুঞ্জে পয়ান।।
যাহা বৈঠল মনমথ মহারাজ।
গোবিন্দদাস কহ পড়ল অকাজ।।