এ দেশে না রব সই দূরদেশে যাব।
এ পাপ-পীরিতের কথা শুনিতে না পাব।।
না দেখিব নয়নে পীরিতি করে যে।
এমতি বিষম চিতা জ্বালি দিবে সে।।
পীরিতি আঁখর তিন না দেখি নয়ানে।
যে কহে তাহার আর না দেখি বয়ানে।।
পীরিতি বিষম দায়ে ঠেকিয়াছে আমি।
দ্বিজ চণ্ডীদাসে কহে ইহার গুরু তুমি।।