এ দেশে বসতি নাই যাব কোন্‌ দেশে।
যার লাগি কান্দে প্রাণ তারে পাব কিসে।।
বল না উপায় সই বল না উপায়।
জনম অবধি দুখ রহল হিয়ায়।।ধ্রু।।
তিত কৈল তনু মন ননদী-বচনে।
কত বা সহিব জ্বালা এ পাপ পরাণে।।
বিষ খাইলে দেহ যাবে রব রবে দেশে।
কলঙ্ক ঘুষিবে লোকে, নিষেধিল চণ্ডীদাসে।।