এ রাসমণ্ডল মাঝে যুগলকিশোর।
নাচত দোঁহে সুখের নাহি ওর।।
ভাব ভরে তরু সব লম্বিত হইয়া।
দোঁহার চরণতলে পড়ে লোটাইয়া।।
তা দেখি ময়ূর সব নাচে ফিরি ফিরি।
জয় রাধাশ্যাম বলি নাচে দুই শারী।।
জয় রে জয় রে জয় বৃষভানুকন্যা।
ডালে বসি ডাকে শিখি প্রেমে বহে বন্যা।।
চাঁদ জিনি চকোর চকোর জিনি শশি।
অপরূপ দুহুঁ চাঁদ যেন মিশি।।
দোঁহ অঙ্গ ফেরাফিরি হেরাহেরি বাহু।
শরদ পূর্ণিমার চাঁদ গরাসিল রাহু।।
বৃন্দাবনে সুখের হিল্লোল বহি যায়।
গোবিন্দদাস হেরি ওর নাহি পায়।।