এ সখি শুন মোর বোল।
হরি আজু মিললি কোল।।
দেখহুঁ রজনিক শেষ।
আজু সভে পূজহ মহেশ।।
পূজহ যত দেবি দেবা।
তাকর সভে কর সেবা।।
মঙ্গল গায়ত মেলি।
সবে মেলি দেয়ত তালি।।
গায়ত বায়ত ঘন মোর।
ধূপ দীপ লেহ গোচর।।
চিনি নারিকেল দুগ্ধ লেই।
খণ্ড আতব করু তাই।।
পূজহ পশুপতি দেবা।।
তব ধনি করতহি সেবা।।
মঙ্গল ঘট পরিপূর।
রাম-কদলি রোপ দূর।।
নগরে বাজাহ ভেরূ জোড়।
দগড় ডিণ্ডিম ঘন ঘোর।।
গাথাই বনমালা জোর।
চণ্ডীদাস ভেল ভোর।।