এ সখি হেরি রতন মোহে ধন্দ।
সো সামরি কিয়ে শ্যামর চন্দ।।
কালি যে পেখলু কালিম সাজ।
গুরুজন আগে সখিগণ মাঝ।।
কোন কলাবতী সামর কাঁতি।
মিললি রাই সঞে কত ভাঁতি ।।
অরুণ পটাম্বরে ঝাপই অঙ্গ।
বুঝই না পারিয়ে বচন বিভঙ্গ ।।
কাজরে উজোর দিঠি অতি বঙ্ক।
শ্রুতি অবতংসিত রুচির তরঙ্গ।।
সুন্দর সিন্দুর সিঁথি উজোর।
হেরইতে চিত চোরাওলি মোর।।
গোবিন্দদাস কহই সতি গোরি।
চাঁদ সুধা বিনু জিয়ে কি চকোরী।।