ওই দেখহ অনুরাগে।
আওল ফাগুন আগে।।
আগে মঝু কছু আশ আছিল
নিচয় নাগর আওবে।
বরিখ গেলহি অবধি ভেলহি
পুন কি পামরি পাতবে।।
সোই নিরমল বদন-মাধুরী
দরশ কথি জনি হোয়।
অতয়ে নিরগুণ জিবন তেজব
মরণ ঔখদ মোয়।।
মোয় হেরি সখিসব কোই ।
চোঠ মাস বহু রোই।।
রোই ঝর ঝর নিঝর লোচন
বিষম অব দৌ মাস।
কতিহুঁ অন্তর ততহি রহলিহ
হামারি গোবিন্দদাস।।
আধ বরিখহি তহি পামরি
দাস গোবিন্দদাসিয়া।
অবহুঁ তব অব কবহুঁ না পাওব
রহল করমক নাশিয়া ।।