ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা।
কাঁপি কাঁপি উঠি ঐ বৃষভানুসূতা।। ধ্রু।।
কালাবরণ হিরণ পিন্ধন যবে পড়ে মনে।
মূরছি পড়িয়া ধরি কান্দে ভূম খানে।।
রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে।
কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে।।
কালিয়া বরণ থাকে কদম্বের ডালে।
বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে।।
চেতন পাইয়া তবে উঠিবেক বালা।
ভূত প্রেত ঘুচিবেক যাইবেক জ্বালা।।
চণ্ডীদাসে কহে সবে যারে কহ ভূত।
শ্যাম চিকণিয়া সে নন্দের ঘরের পুত।।