কানুক নিঠুর বচন শুনি সো সখী
আওল রাইক পাশ।
পন্থঘটিত দুখে লোচন ছল ছল
কহতহিঁ গদগদ ভাষ।।
সুন্দরি দূরে কর কানু আশোয়াস।
ঐছে নিঠুর সঙ্গে নেহ নহে সমুচিত
না পূরব তুয়া অভিলাষ।।
তোহারি নিদান হাম কতয়ে শুনায়লুঁ
তাহে যে সুকঠিনবাণী।
সো হাম তুয়া পায় কতয়ে নিবেদব
কহইতে দহয়ে পরাণী।।
ঐছন বচন রাই তব দোতিমুখে
শুনইতে মুরছিত ভেল।
পরমানন্দ দাসক হৃদিমাহা
কো জানি রোপল শেল।।