জয় কৃষ্ণচৈতন্য নিত্যানন্দচন্দ্র। অদ্বৈত আচার্য্য জয় গৌরভক্তবৃন্দ।। রাধে কৃষ্ণ গোবিন্দ যমুনা বৃন্দাবন। শ্রীচৈতন্য নিত্যানন্দ রূপ সনাতন।। রূপ সনাতন মোর প্রাণসনাতন। কৃপা করি দেহ মোরে যুগল চরণ।। রাধেকৃষ্ণ রট মন রাধেকৃষ্ণ রট। বৃন্দাবন যমুনাপুলিন বংশীবট।। রাধেকৃষ্ণ রট মন রাধেকৃষ্ণ রট। ব্রজভূমে বাস কর যমুনা নিকট।। রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ রট রে। নবদ্বীপে গোরাচাঁদ পাতিয়াছে হাট রে।। রাধেকৃষ্ণ […]
keyboard_arrow_right