নাচিতে না জানি তমু নাচিয়ে গৌরাঙ্গ বলি
গাইতে না জানি তমু গাই।
সুখে বা দুঃখেতে থাকি গৌরাঙ্গ বলিয়া ডাকি
নিরন্তর এই মতি চাই।।
বসুধা জাহ্নবী সহ নিতাইচাঁদেরে ডাকি
সীতা সহিতে সীতাপতি।
নরহরি গদাধর শ্রীবাসাদি সহচর
ইহা সভার নামে যেন মাতি।।
স্বরূপ রূপ সনাতন রঘুনাথ সকরুণ
ভট্টযুগ জীব লোকনাথ।
ইহা সবার সহকারী দীনপ্রায় সদা ফিরি
যেন হয় তাসবার সাথ।।
মহান্তসন্তান কিবা মহান্তের জন যেবা
ইহা সভার স্থানে অপরাধ।
না হয় উদগম কভু ভয়ে প্রাণ কাঁপে প্রভু
এ সাধে না পড়ে যেন বাদ।।
অন্তে শ্রীবাসপদ সেবাযোগ্য সে সম্পদ
সে সম্পদের সম্পদী যে ভায়।
তার ভুক্তগ্রাস শেষে কিবা গৌড় ব্রজবাসে
পরমানন্দ ভিক্ষা চায়।।