কি করিলে গোরাচাঁদ নদীয়া ছাড়িয়া।
মরয়ে ভকতগণ তোমা না দেখিয়া।।
কীর্ত্তন বিলাস আদি যে করিলা সুখ।।
সোঙরি সোঙরি সভার বিদরয়ে বুক।।
না বাঁচিবে মুরারি মুকুন্দ শ্রীবাস।
আচার্য্য অদ্বৈত ভেল জীবনে নৈরাশ ।।
নদীয়ার লোক সব কাতর হইয়া।
ছট ফট করে প্রাণ তোমা না দেখিয়া।।
কহয়ে পরমানন্দ দন্তে তৃণ ধরি।
একবার নদীয়া চল প্রভু গৌরহরি।।