ওহে আমরা এসেছি না জানিয়ে।
কথায় বুঝিলাম মোরা তরণী করিয়া ভারা
আইলা নবীন নেয়া হোয়ে।।
কড়ি দিয়া পার হব ভাঙ্গা নায়ে না চড়িব
নৌতুন আনগা গড়াইয়া।
তরণী নৌতুন নয় নানা ছলে কথা কয়
হাসি হাসি মুখানি ঝাঁপিয়া।।
কালিন্দীর কাল জল মুখ পদ্ম শত দল
মেঘের আড়েতে যেন শশী।
হাসিতে বিজুরী খেলে বচন কহিবার কালে
অমিয়া বরিখে রাশি রাশি।।
নয়ানে নয়ান বাণ করে দোঁহ সন্ধান
দোঁহ বাণে দোঁহ জরজর।
উথলিল প্রেম সিন্ধু চকোর পাইল ইন্দু
দোঁহ প্রেমে দোঁহ গরগর।।
দিব কি রূপের সীমা নাহি দেখি উপমা
সে আনন্দের নাহিক উপমা।
বলরাম দাসে কয় কিবা সে আনন্দময়
ভাগ্যবতী কালিন্দী যমুনা।।