“ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পাড়িয়ে মোর ভালে।।
আমি সে করল কোন কাজ।
পরিহরি সতীপণা লাজ।।
আগু পাছু কিছু না গুণিনু।
ছার মুখে কি বোল বুলিনু।।
তুমি পতি পুরুষরতনে।
ইহা না জানিল পরিণামে।।
অপরাধ ক্ষম এইবার।
শুন নাথ মহিমা তোমার।।
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী।।
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়া পদ-ছায়া।।”
দীন হীন চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে।।