ওহে নাথ কি করিয়া গেলে।
বজর পাড়িয়ে মোর ভালে।।
আমি সে করল কোন কাজ।
পরিহরি সতীপণা লাজ।।
আগু পাছু কিছু না গুণিনু।
ছার মুখে কি বোল বুলিনু।।
তুমি পতি পুরুষ-রতনে।
ইহা না জানিল পরিণামে।।
অপরাধ ক্ষেম এইবার।
শুন নাথ মহিমা তোমার।।
অবলা কি জানে গুণরাশি।
আমি তোমার চরণের দাসী।।
আপনার গুণে কর দয়া।
লইয়াছি তুয়াপদ-ছায়া।।
দীন হি চণ্ডীদাস বলে।
কানু খুঁজিবারে ধনী চলে।।