ও মা যশোদা গো তা আর বললে কি হবে।
গোপাল কে যে এঁটো দেই মা মনে যে ভাব ভেবে।।
মিঠার জন্য এঁটো দেই মা পাপ-পুণ্যি জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা, পাপ আর পুণ্যি কে ভাবে।।
স্কন্ধে চড়ায় স্কন্ধে চড়ি যে ভাব ধরায় সেই ভাব ধরি,
এ সবও বাসনা তার বুঝি ছিল গো পূর্বে।।
গোপালের মনে যে ভাব বলতে বলতে আকুল হই মা তা সব,
লালন বলে, পাপ-পুণ্যি-লাভ ভুল হয় গোপালকে সেবে।।