কনয়া কিশোর- বয়স, রসময়
কি নব কুসুমধনু।
লাবণ্যসার কি সুধাএ নিরমিত
গৌর সুবলিত তনু।।
(পহুঁগুণ) সাধ করি হেন শুনি।
শ্রবণপরশে সরস সব তনু
অন্তরে জুড়ায়ে পরাণী।।ধ্রু।।
কনক নীপ ফুল পুলক সমতুল
স্বেদ বিন্দু বিন্দু মুখে।
বিভোর প্রেম ভরে অন্তরে গর গর
উজোর মরমের সুখে।।
অরুণ নয়নে করুণা নিরমিত
সঘনে হরি হরি বোল।
জ্ঞানদাস বলে পঁহুর পদভরে
আনন্দে অবনী হিলোল।।