কবে দশা হবে এই পাব বৃন্দাবন সেই
বসতি করিব কুঞ্জবনে।
তাহাতে দ্বাদশ বন করিব সে ভ্রমণ
বিলসিব যমুনা পুলিনে।।
হেন দশা হবে জানি নয়ন গোচর পুনি
মদনগোপাল গোপীনাথ।
গোবিন্দদর্শন মোর নয়নের গোচর
কবে হবে ভক্তগণ সাথ।।
ব্রজেতে বসতি করি অঞ্জলি অঞ্জলি পূরি
পিব কবে যমুনার নীর।
হেন দশা মোর হবে মাধুকরী মাগি কবে
খাইয়া পালিব এ শরীর।।
বনে বনে ভ্রমিয়া আনন্দিত মন হৈঞা
বিহার দেখিব স্থানে স্থানে।
ব্রজধূলি লৈয়া গায় আনন্দিত হঞা তায়
কক্ষবাদ্য করি ক্ষণে ক্ষণে।।
সাধুজন সমাগমে যমুনাপুলিন বনে
উচ্চ গান তাণ্ডব পূরিব।
নন্দীশ্বর গোকুল পুরী তথা গোবর্দ্ধন গিরি
বসতি করিঞা ভরমিব।।
বংশীবট-তলে বাস সদা যার অভিলাষ
ইহা বহি নাহি ভায় আন।
ভাবাঙ্কুর চিহ্ন তাহে এরূপ দেখিতে যাহে
এ নয়নানন্দ দাস গান।।