করিব হরির নাম স্মরণ, কর পথে পদার্পণ
জলে হরি, স্থলে হরি, সে বিনা তরিতে নারি,
আদি অন্তে সেই হরি, জপ তেঁই সর্বক্ষণ অনাহত চক্রে মন, মজাইল অনুক্ষণ
শূন্য পথে সনয়ন, পুষ্পহারে নিরক্ষণমন পরিচিহ্ন করি, পঞ্চভূত সিদ্ধিধারী
দশ বায়ু রুদ্ধ করি, চারিস্থল অন্বেষণ
আষ্ট আষ্ট বত্রিশেতে, ভক্তি করি আনন্দিতে
অরবিন্দ দৃষ্টিপাতে, করহ সুখে ভ্রমণ
সুখে নির্জনেতে বসি, দেখ রশ্মি সুর শশী
মনে ধিক ভীত বাসি, কহে ফএজর রহমানে।।