কলধৌত-কান্তি কলেবর গোরি।
কাণ্ডক কত দুখ না জানসি থোরি।।
কৈতব না কহ এ তুয়া কান।
কোপে করসি তুঁহু কত মত ভান।।
কুসুমিত কাননে জাগলুঁ তুয়া লাগি।
কেবল করণ উচিত হিয়ে লাগি।।
কুসুমক হার কয়লুঁ কত রাধে।
কণ্ঠে করসি যদি পূরয়ে সাধে।।
কপট না কর ইথে কোপিনি থোর।
কাতর অন্তর না করহ মোর।।
কামিনি কু-করম কতয়ে হামারি।
কহ রাধামোহন পহুঁকর হারি।।