কষিল কনয়া কমল কিয়ে।
থীর বিজুরি নিছনি দিয়ে।।
কিয়ে সে শোণ চম্পক ফুল।
রাই-বরণে না হয় তুল’।।
তাহি কিরণ ঝলকে ছটা।
বদনে শরদ-বিধুর ঘটা।।
চাঁচর চিকুর সিঁথায়ে মণি।
দশন কুন্দ-কলিকা জিনি।।
অরুণ অধর বচন মধু।
অমিয়া উগারে বিমল বিধু।।
চিবুকে শোভয়ে কস্তুরী বিন্দু।
কনক-কমলে ভ্রমর নিন্দু।।
গলায় মুকুতা দোসুতি ঝুরি।
সুরধুনী বেঢ়ি কনক-গিরি।।
শঙ্খ ঝলমলি সুবাহু দোলা।
কিয়ে সরু সরু শশীর কলা।।
কর কোকনদ নখর মণি।
অঙ্গুলে মুদরি মুকুর জিনি।।
খিন মাঝখানি ভাঙ্গিয়া পড়ে।
বান্ধল কিঙ্কিণী নিতম্ব-ভরে।।
রাম-রম্ভা ঊরু চরণ-শোভা।
কি হয়ে অরুণ কিরণ-আভা।।
নখর-মুকুর অঙ্গুলাবলি।
জনু সারি সারি চম্পককলি।।
নীল ওঢ়নি ঢাকিল তনু।
পূর্ণ বিধু রাহু ঝাঁপিল জনু।।
অলপে অলপে তেয়াগে তায়।
যদুনাথ চিতে ঐছন ভায়।।