কহিছে রজকিনী রামী শুন চণ্ডীদাস তুমি
নিশ্চয় মরম কহি জানে।
বাশুলী কহিছে যাহা সত্য করি মান তাহা
বস্তু আছে দেহ বর্ত্তমানে।।
আমি ত আশ্রয় হই বিষয় তোমারে কই
রমণকালেতে গুরু তুমি।
আমার স্বভাব মন তোমার রতি ধ্যান
তেঁই সে তোমায় গুরু করি মানি।।
সহজ মানুষ হব রসিক নগরে যাব
থাকিব প্রণয়-রস-ঘরে।
শ্রীরাধিকা হবে রাজা হইব তাহার প্রজা
ডুবিব রসের সরোবরে।।
সেই সরোবরে গিয়া মনপদ্ম প্রকাশিয়া
হংস প্রায় হইয়া রহিব।
শ্রীরাধা-মাধব সঙ্গে আনন্দে কৌতুক রঙ্গে
জনমে মরণে তুয়া পাব।।
শুন চণ্ডীদাস প্রভু ভজন না হয় কভু
মনের বিকার ধর্ম্ম জানে।
সাধন শৃঙ্গার রস ইহাতে হইবে বশ
বস্তু আছে দেহ বর্ত্তমানে।।