কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরীতের লাঞ্ছনা,
সই গো, পিরিতে আমায় চাইল না।
সখী গো জলের সনে কাষ্ঠের পিরিত জলে ভাসে দুই জনা।
জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না।
সখী গো অগ্নির সনে করতাম পিরিত মনে ছিল বাসনা;
হায় রে অকুল নদীর ভেদ না জানে কালসাপিনী ছৈও না।
সখী গো অধম খলিলে বলে পিরিত করি ঠেকিও না,
মন পবন পিঞ্জিরার পাখী ছুটলে ধরা দিবে না।