কহিয় কানুরে সই কহিয় কানুরে।
একবার পিয়া যেন আইসে ব্রজপুরে।।
নিকুঞ্জে রাখিলুঁ মোর এই গলার হার।
পিয়া যেন গলায় পরয়ে একবার।।
এই তরুশাখায় রহিল শারী শুকে।
এই দশা পিয়া যেন শুনে ইহার মুখে।।
এই বনে রহিল মোর রঙ্গিণী হরিণী।
পিয়া যেন ইহারে পুছয়ে সব বাণী।।
শ্রীদাম সুবল আদি যত তার সখা।
ইহা সভার সনে পুনরায় হবে দেখা।।
দুখিনী আছয়ে তার মাতা যশোমতী।
আসিতে যাইতে আর নাহিক শকতি।।
তারে আসি যেন পিয়া দেয় দরশন।
কহিয় বন্ধুরে এইসব নিবেদন।।
শুনিয়া আকুল দূতী চলু মধুপুর।
কি কহিব শেখর বচন না ফুর।।