কহেন কারণ নন্দের নন্দন
তুমি কি জানহ মোরে।
কোটি ব্রহ্মা-আছে, কিবা তার কাছে
গণনা আছয়ে তোরে।।
মুদহ নয়ান দেখহ গেয়ান
দেখাব কতেক ব্রহ্মা।
এক সে পলকে দেখহ টাটকে
জানহ কতেক জনা।।
শতমুখ দেখ সহস্রমুখ দেখ
দশমুখ আছে কতি।
এ সব দেখল মুদিত নয়ন
কে জানে ঐছন গতি।।
মন বিচারিয়া দেখল বেকত
হইল ফাঁফর মনে।
চরণে পড়িয়া স্তুতি করে শত
কে তোমা মহিমা জানে।।
ক্ষেম অপরাধ কর পরসাদ
শুনহ গোলোক হরি।
আমি না জানিয়ে অপার অগাধ
এ রসমহিমা কেলি।।
চণ্ডীদাস কহে দয়ার সাগর
ধরিয়া এ দুই বাহে।
উঠ উঠ বলি কহে বনমালী
পাইয়া কিছুই মোহে।।