কহেন সুবল তবে মধুর বচন।
“ইহার বিচার ভাই কহিব এখন।।”
নিভৃত বসিল গিয়া কৃষ্ণের সঙ্গতি।
সুবল কহেন–“কিছু শুন যদুপতি।।
বৃখভানুপুরে যাব একটি বিচার।”
মনে মনে কহি বাক্য রচিলা সুসার।।
“যাইব তথায় যদি শুন বনমালী।
ইহার বচন কিছু নিবেদন করি।।
ধরিব কনহু ছলা হব পাটদার।
তবে বৃখভানুপুরে করিয়া সুসার।।
নানা অবতার লিখ মৎস্য কুর্ম্ম আদি।
বরাহ নৃসিংহরূপ এই বিবিধ।।
লিখিব বাউন……….তি রাম।
ভৃগুরাম বলরাম লিখিব অনুপাম।।
শ্রীনন্দ যশোদা লিখি তরুলতা।
নানামত জীব হাথে লিখিয়ে সর্ব্বথা।।
পশ্চাতে লিখিয়ে রূপ নবঘন শ্যাম।
চতুর মুরলী ধরি বেশ অনুপাম।।
সেই চিত্রপট দেখাইব সভা শেষে।
পট দেখি মুগধ হরষ হয় যিসে।।
এই তন্ত্র মন্ত্র করিব *সাই রাধা।
ইহাতে অন্যথা নহে না করিব রাধা।।”
দীন চণ্ডীদাস বলে অনুমানি।।
চিত্রপট দেখি যেন লাগয়ে মোহিনী।।