কত ঘর বাহির হইব দিবারাতি।
বিষম হইল কালা কানুর পীরিতি।।
খাইতে না রুচে অন্ন শুইতে না লয় মন।
বিষ মিশাইলে যেন এ ঘর করণ।।
পাসরিতে চাহি যদি পাসরা না যায়।
তুষের অনল যেন জ্বলিছে হিয়ায়।।
হাসিতে শ্যামের সনে পীরিতি করিয়া।
নাহি যায় দিবা নিশি মরয়ে ঝুরিয়া।।
পীরিতি এমন জ্বালা জানিব কেমনে।
তবে কেন বাড়াই লেহা কালিয়ার সনে।।
পীরিতি-গরলে মোর হেন গতি ভেল।
আছিল সোনার দেহ হৈয়া গেল কাল।।
তিলেক বিচ্ছেদ পাপ পরাণে না সহে।
এমন পীরিতি দ্বিজ চণ্ডীদাসে কহে।।