কহে পরিক্ষিত– “কহ সুকদেব
আর কি করিলা লিলা।
সকট-ভঞ্জন সুনিল শ্রবণ
আর কন ভেল খেলা।।
* মুনিবর ইহার উত্তর
আর কোন রস হএ ।
অমৃত-সমান কৃষ্ণলিলা -কথা।
কহ মুনি মহাসত্র।।
কহেন (?) কাহিনি * বড় কথা
অমৃত সমান বানি।
সুখি হউ চিত সুনি ভাগবত
বোলহ সুকদেব মুনি।।”
একথা জখন কহি পরিক্ষিত
সুনেন পরম সুখে।
ভাগবত রাজা সুনএ হরিসে
সুকদেব -মুনি-মুখে।।
কৃষ্ণলিলামৃত অতি অদভূত
বিস্তারে বর্ণনা জত ।
চণ্ডিদাস কহে, সুনি পরিক্ষিত
অশ্রুপাত হয়ে কত।।