কহ সখি কি করি উপায়।
নায়ের নাবিক হৈয়া এ যৌবন চায়।।
পরমাদ হৈল সই পরমাদ হৈল।
নায়্যার গলার মালা মোর গলে দিল।।
যে ছিল কপালে সই যে ছিল কপালে।
নাবিক হইয়া মোরে পরশিল বলে।।
কলঙ্ক হইল সই কলঙ্ক হইল।
বলে ছলে নায়্যা মোরে কোলে করি নিল।।
জ্ঞানদাস বল ধনি না ভাব বিষাদ।
নন্দের নন্দন নায়্যা কিসের পরমাদ।।