কহত কহত সখি বোলত বোলত রে
হমারি পিয়া কোন দেস রে।
মদন সরানলে এ তনু জর জর
কুসল সুনইত সন্দেস রে।।
হমারি নাগর তথায় বিভোর
কেহন নাগরী মিলল রে।
নাগরী পাএ নাগর সখী ভেল
হমারি হিয়া দয় সেল রে।।
সঙ্খ কর চূর বসন কর দূর
তোড়হ গজমোতি হার রে ।
পিয়া জদি তেজল কি কাজ সিঙ্গারে
জামুন সলিলে সব ডার রে।।
সীঁথাক সিন্দূর পোছি কর দূর
পিয়া বিনু সবহি নৈরাস রে।
ভনয় বিদ্যাপতি সুনহ জুবতি
দুখ ভেল অবসেস রে।।