কাননে কাতর কুলবতী রাই।
চকিত নয়নে ঘন দশদিশ চাই।।
কোকিল কলরবে বিকল পরাণ।
গুণি গুণি ভামিনি ভেলি নিদান।।
উশসি উশসি খসি খসি পড়ু লোর।
গদগদ কণ্ঠশবদ ঘনঘোর।।
ঐছনে আয়লি তপনক গেহ।।
পূজা-উপহার তহিঁ রাখলি কেহ।।
তহিঁ পরণাম করি বৈঠলি ধন্দ।
সখিগণ কৌতুক করু নানাছন্দ।।
উতপত তেজত দীঘলি শাস।
খেণে রোদন করু খেণে করু হাসে।।
কহঁ কবিশেখর শুন সুকুমারি।
কাহে লাগি কাতর আনব সুরারি।।