কানন গমন করল যব কান।
ধনি সঞে সঙ্কেত মুরলী নিশান।।
কলাবতি কৌশল কহনে না যায়।
প্রণতি করল পুন যশোমতী পায়।।
অনুমতি মাগই অনুনয় করই।
ব্রজপতি দম্পতি অনিমিখে রহই।।
গদগদ শবদে না ফুরয়ে বাণি।
গরগর অন্তর পুন ধরু পাণি।।
তুহুঁ অতি গুণমণি করহ পরাণ।
আন্ধল ভৈ গেল হামারি নয়ান।।
আকুলি অনুসরি আওলি দূর।
কাতরে কমলিনি কহই মধুর।।
মিনতি করিয়া ধনি রাণি বাহুড়াই।
কহ কবিশেখর বড় চতুরাই।।