“কানুর আদর পীরিতি ভাবিতে
পাঁজর হইল শেষ।
করম বিফল সেই সে ফলব
সুখের নাহিক লেশ।।
জনম গোয়ানু বিরহ-বেদনে
তিলেক নাহিক সুখ।
পরিণামে সারা এই হল পারা
দিলা বিরহের দুখ।।
কে জানে নিঠুর কইব সবারে
মথুরা রহল গিয়ে ।
কখন না জানি স্বপনে না শুনি
ছাড়িয়া যাইব প্রিয়ে।।
আলাপ ইঙ্গিতে যদি বা জানিথু
পরবাস হবে কাম।
নিজ কেশ-পাশে নিবিড় বন্ধনে
বাঁধিয়া রাখিনু শ্যাম।।
পরিহরি দূর রহে মধুপুর
কি জানি করিব বল।
এই মনে গুণি হেন অনুমানি
সে দেশ যাইব চল।।
যাহারে না দেখি তিলেক না জানি
কেমনে বঞ্চিব ঘরে।”
চণ্ডীদাস বলে– “নিকটে মিলব
সেই সে মুরলীধরে।।”