কান্দিতে লাগিলা রানি– “কোথা গেলে জা * * *
ছাড়ি নিজ অভাগির কোল।
দিয়া ঝড় অতিসয়ে কোথারে উড়াঞা লয়ে
ভাল মন্দ না জানিল আ * ।।
আসিঞা অসুর-কায়া কোথারে চলিলা লয়্যা
কোন পথে করিল গমন।
পড়িয়া রহিল কতি কি হব আ * * গতি
কোথা গেলে পাব দরসন।।
কে নিল কোথারে গেল কি মোর বিপাক হল্য
নন্দঘোস গেছেন গোঠে রে।
খুজিব কোথা গিয়া” বড়ই বেদনা পায়্যা
নন্দরাণি কান্দে উচ্চস্বরে ।।
গোঠে সুনে নন্দরায় তুরিত গমনে ধা
গোকুল প্রবেসে আসি ঘরে।
“বাছা বাছা করি রব দু’জনে খুজিব সব
জমুনার ইধারে উধারে।।”
নন্দরানি বলে * * “আমি জে কহিএ হেন
খুজি চল পুর্ব্ব অংস দিয়া।
এই মুখে দিয়া রড় বহুতর দিয়া ঝড়
অসুরেতে নি * * * রিয়া।।
খুজিতে খুজিতে সব পাইল জাদুর রব
দেখিল অসুর-বুকে বসি।”
ধাঞা গিয়া নন্দরানি কো * করে জাদুমনি
মুছাইল ও বদন-সসি ।।
ঝাড়িয়া গায়ের ধুলা — “এ কোন কর‍্যাছ লিলা
অসুর-বুকেতে কেন বসি।”
* * এ বালাই লয়্যা বদনের চুম্ব খায়্যা
হারাধন পাইল হরসি।।
মুখে দিয়া স্তন পানে করাইল জাদুধনে
অসুর দেখিঞা লাগে ভএ।
স্নান করাইল রানি সুদ্ধ করে জাদুমনি
দিনহিন চণ্ডিদাস কএ।।