কান্দি’ কান্দি’ বলিতেছে শ্রীমতী রাই। ও সই আনিয়াদে মোর নাগর কানাই।।ধু
শুন গো বৃন্দা দূতী বলি যে তোমারে। মথুরায় গেল হরি, আনিয়া দে আমারে।।
শ্যাম বিনে ব্রজপুরে আর আমার ব্যথী ত নাই।।
প্রেম-অনল জলে মোর হৃদয় -অন্তরে। বৃন্দাবনে বসি দেখ কোকিল কুহরে ।
সেই সে মনের দুখ কইতে নারি কার ঠাঁই।।
কে হরিল প্রাণ-সখি ব্রজের শশী । বৃন্দাবনে রাধা ব’লে ডাকে না বাঁশী।
অভাগী রাধারে বুঝি শ্যামের মনে নাই।।
কহে শ্রীকমর আলি, শুন গো প্যারি। নিকটে আছে তোমার প্রাণের হরি।
ধ্যানে ভজ নাগর কানাই, কান্দ না শ্রীমতী রাই।।