কানড়-কুসুম হেরি শচীনন্দ
করতলে মুখ-শশী আপি।
অনুভাবে বেকত করত নব অনুরাগ
তনু মন দুহুঁ উঠে কাঁপি।
অপরূপ গৌর-বিলাস।
যো বর-ভাব- বিভাবিত অন্তর
সোই রতিক পরকাশ।।
ঘামহি ভিগল সকল কলেবর
বি-বরণ দীশই কাঁতি।
নয়নক নীরহি সিঁচত ভূতল
শাঙন মেঘক ভাঁতি।।
গদগদ কণ্ঠে করত হরি কীর্ত্তন
অদভূত সো পুন অঙ্গ।
রাধামোহন কহ কুহকে নাচিয়ে জনু
না বুঝিয়ে ও নব রঙ্গ।।