কারাগারে দেবকী কাঁদয়ে উভরায়।
হায় হত-বিধি মোয় এত দুঃখ তায়।।
কারাগারে অনাহারে পায় কত দুঃখ।
সব দুঃখ ভুলেছিনু দেখি পুত্র-মুখ।।
অবলা বলিয়া কি এতেক দুঃখ সয়।
দিয়া নিধি ওরে বিধি হরি নিলা তুই।।
ওরে নিদারুণ বিধি তোর লাগি পাই।
মার প্রাণ কেমন করে তোরে দেখাই।।
আর না কান্দিহ দেবী হও তুমি স্থির ।
পুত্র লাগি চক্ষে তুমি না ফেলাহ নীর।।
জ্ঞানদাসেতে কহে থির কর হিয়া।
এখনি আসিবে বসু কন্যাটি লইয়া