কালাচান্দে আকুল কৈল, সে কি জানে মন্ত্রণা। দূতী গো, আরত প্রাণি বাঁচে না।।ধু
নিশিদিশি হৃদে মোর অই সে ভাবনা। ত্রিভঙ্গে ভোলাইয়া গেল দিয়া প্রেমের যন্ত্রণা।।
নিত্য নিত্য আসি ব্রজে সেই রসিক জনা। প্রেম পসরা লুটি চোরা পুনি ব্রজে আইসে না।।
যেন আনলে কানন বন করে দাহনা। তেমনি জ্বলে রাধার চিত্ত, শ্যাম কিছু তা জানে না।।
শ্রী কমরালী কহে, প্যারী না করিও ভাবনা। আসিব তোর কালাচান্দ, থাকলে তোর বাসনা।।