কালার জ্বালাটি বড় উপজল
বেশ কথা কিছু কয়া।
তাহে কেন রাধা সেই সুখ বাধা
চলহ বিমুখ চেয়া।।
পরশ রতনে তেজহ সঘনে
রসকথা কিছু কয়।
দের দেখা দিয়া লহ না আসিয়া
এতন তাম্বুল লয়।।
মুক-রস-মধু কত শত বিধু
উলটা কহত বোল।
উত্তর না দেহ পরমাদ এহ
শ্যামে কর গিয়া কোড়।।
মুখ তুলি বল মানে আছ চল
এ কোন বিচারিপণা।
একে নাম ধরি তরুর ছায়াতে
আছ হরি মন-মনা।।
আমি আনু নিতে কিবা তোর রীতে
কহ কহ চন্দ্রমুখি।
কিবা কহ শুনি শুন বিনোদিনি
কহত বচন লাখি।।
এত পরমাদ মান পরিহর
সুন্দরী শ্যামের প্রিয়া।
চণ্ডীদাস দেখি ব্যথিত হইয়া
বিরস পাওল হিয়া।।