কালা কেলি-কদম্ব বনে ও না নব মেঘের কোড়া।
মেঘের উপরে চাঁদ তাহে কমল জড়া ।।
কিয়ে কমল দোলে রে নাটুয়া খঞ্জন পাখী।
ঘর সরবস যৌবন দিয়া শ্যামরূপ দেখি।।
কেহ কেহ বলে আরে শুন প্রাণ সখি।
কেহ বলে দণ্ডেক দাঁড়াও রূপ দেখি।।
চলিতে না চলে পদ যাইব কেমনে ।
কুলের গৌরব মোর গেল এত দিনে।।
তুলনা দিবার নাই বরণ চিকণ কালা।
ঝলমল করে কত নানা ফুলের মালা।।
অলকা আবৃত মুখ মকরকুণ্ডল।
শ্যামতনু বিরাজিত করে ঝলমল।।
নবজলধর অঙ্গ পীতবাস তায়।
মধুর মুরলী রবে পাষাণ মিলায়।।
ভুবন মোহন রূপ নারি পাসরিতে।
চল দেখি শ্যামরূপ না পারি রহিতে।।
গোবিন্দদাস শুনি আনন্দিত মন।
সঙ্গে সাজিল ধনির প্রিয় সখীগণ।।