কালা রূপে লীলা সয়াল জুড়িয়া। কালা কালা ভাব সঙ্গে খেলা।
চান্দের হৃদয়ে দাগ কালিয়া বরণ। ভাস্করের মধ্যে কালা তাপিস কিরণ।
স্বর্গ কালা ভূমি কালা কালা রঙ্গে খেলা । কুকাফের রং কালা মধ্য বর্ণ নীলা।
মন পবন বৃষ্টি কালা কালা আবছায়া। বিরাজে চিকন কালা সয়াল জুড়িয়া।
ফলক আফলাক কালা মঞ্চদয় সয়াল। সাগরের জল কালা কালা সে পাতাল।
কালা ছাড়া বাকী নাই কালা সর্ব অঙ্গ। নক্ষত্র প্রকাশে তার জমি কালা রঙ্গ।
বৃষ্টির সঙ্গে চলে চপলা যখন । মধ্যে তার কালা রঙ্গ প্রকাশে তখন।
সর্ব মধ্যে কালা রঙ্গ অপরূপ লীলা। স্বর্গেতে কামান চড়ে কালা বর্ণ চিলা।
খাকি নুরি মধ্যে কালা কালা বলি জানি। কালবর্ণ আদমের প্রকাশে নয়ন।
শিতালং ফকিরে বলে আকুলিত মন। দরশন দেও প্রভু কালিয়া বরণ।
কালা কালা বর্ণকালা কালারূপে লীলা। সয়ালজুড়িয়া কালা ভবসঙ্গেতে খেলা।