কালিন্দি কিনারে নাগর রায়।
আমা পানে চাহি বাঁশরি রায়।।
ক্ষণে ক্ষণে শ্রীদামের কর অবিলম্বে।
ক্ষণে ক্ষণে বাজায় বাঁশি হইয়া ত্রিভঙ্গ
ক্ষণে ক্ষণে মন্দ গমন অতি শোভা।
সুর মুনি দেবতাগণের মনোলোভা।।
শ্রীদাম সুদাম আদি চৌদিকে সাজে।
চাঁদের উদয় যেন তারাগণ-মাঝে।।
সে রূপ নেহারি মোর হরল গেয়ান।
গোবিন্দদাস কহে সব পরমাণ।।