কালিন্দীর কূল বিকশিত ফুল মত্ত অলিকুল
পড়লহি পাঁতিয়া।
নাচত মোর করতহিঁ শোর অনঙ্গ অগোর
ফিরতহিঁ মাতিয়া।।
কাননওর হেরইতে ভোর কিশোরি কিশোর
প্রেমরসে ভাসিয়া।
ঝুলন কেলি দুহুঁ জন মেলি অঙ্গে অঙ্গ হেলি
হৃদয় উল্লাসিয়া।।
কতয়ে সুতান করতহি গান রাখত মান
যন্ত্র সুরঙ্গিয়া।
দেই করতাল অতি সুরসাল কহে ভালি ভাল
বাওয়ে মৃদঙ্গিয়া।।
কত রসভাষ কমল বিকাশ মৃদু মৃদু হাস
দুহুঁ চন্দ্রাননে।
উদ্ধবদাস চিতমনআশ দুহুঁক বিলাস
দরশন কাননে।।