কাহুঁক দিন হাম মধুপুর গেল।
পন্থহিঁ তাকর দরশন ভেল।।
তুহুঁ ধনি মানিনি অন্তরে জানি।
সাধল মাধব ধরি মঝু পাণি।।
সুন্দরি কী ফল রোদন ভোর।
শুনইতে অন্তর দর দর মোর।।
দুর করু দারুণ বিরহক দাহ।
অবহিঁ মিলব তোহে বিদগধ নাহ।।
চিরদিন তাপ করব অব দূর।
চলতহিঁ দীনবন্ধু মধুপুর।।